পাবনা মানসিক হাসপাতালে প্রয়োজনীয় পুনর্বাসন ব্যবস্থার অভাব
মানসিক রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি পুনর্বাসনের জন্য অকুপেশনাল থেরাপি বা বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজন হয়। এ ধরনের রোগীর চিকিৎসায় প্রতিষ্ঠিত দেশের সর্বপ্রথম বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালে স্বল্প পরিসরে বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়োজন করা হলেও বেশিরভাগ রোগীই বঞ্চিত হচ্ছেন এই সেবা থেকে।
পাবনা মানসিক হাসপাতালে রোগীদের পুনর্বাসনে পর্যাপ্ত ব্যবস্থার অভাব নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।