পাহাড়ি পণ্যের ভাসমান বাজার বনরুপা

By ইনসাইড বাংলাদেশ

এ যেন ভিন্ন এক জগত! সারি ধরে একের পর এক নৌকা এসে ভিড়ছে আর মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে পাহাড়ি নানা পণ্য। একদিকে কাপ্তাই হ্রদ আর অন্যদিকে এই ভাসমান বাজার। দুইয়ে মিলে জমজমাট রাঙ্গামাটির বনরুপা বাজারের সমতা ঘাট।

পাহাড়ের বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিসসহ পাহাড়ে উৎপাদিত সব পণ্যই পাওয়া যায় এই ভাসমান বাজারে।

ইনসাইড বাংলাদেশে আজ থাকছে রাঙ্গামাটির বনরুপা বাজার ও সমতা ঘাটের ভাসমান বাজারের গল্প।