পুরান ঢাকার বিপজ্জনক রাসায়নিকের গুদাম-কারখানা সরাতে বাধা কোথায়?
বিপজ্জনক রাসায়নিকের কারণে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যায় ১১৭ জন। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরান ঢাকায় অত্যন্ত বিপজ্জনক দ্রব্য আর রাখা হবে না।
কার্যত কিছুই না হওয়ার ফলে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টায় আবারও আগুন লাগে রাসায়নিক গুদামে। মারা যায় ৭১ জন। কর্তৃপক্ষের নড়াচড়া শুরু হয়। কিন্তু কিছুদিন পরই আবার সবাই চুপ! ফলাফল এখনও পুরান ঢাকার অলিগলিতে ফ্যাক্টরি-গুদাম।
পুরান ঢাকাকে নিরাপদ করতে বাধা কোথায়? আগুনে ক্ষতিগ্রস্তদের জন্যই বা কী করা হচ্ছে বা হয়েছে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পুরান ঢাকায় অগ্নিদুর্ঘটনা এবং এই বিষয়ে অবহেলা নিয়ে আলোচনায় আছেন সুকান্ত হালদার এবং দ্য ডেইলি স্টারের রিপোর্টার জায়মা ইসলাম।