পুলিশ নিয়ে গেছে গরু বিক্রির আড়াই লাখ টাকা, অভিযোগ নারীর
রাজধানীর রূপনগরে গত ১৯ আগস্ট রাতে দুই জন পুলিশ এবং চার জন পুলিশের কথিত সোর্স অতর্কিত অভিযান চালায় এক নারীর বাসায়। গ্রেপ্তার করে বাড়ির মালিক সেই নারীসহ আরও দুই নারীকে।
কিন্তু গ্রেপ্তারকৃত নারীর দাবি, মিথ্যা অভিযোগে তল্লাশির নামে পুলিশ নিয়ে গেছে তার গরু বিক্রির আড়াই লাখ টাকা। আর পুলিশ বলছে মাদক ব্যবসা, মোবাইল চুরি এবং অসামাজিক কার্যকলাপের নির্দিষ্ট অভিযোগে চালানো হয় এই অভিযান।
আসলে কী হয়েছিল সে রাতে? আর পুলিশ কেন রাতেই অভিযান চালায়?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে রূপনগরের এ ঘটনার সর্বশেষ পুলিশের প্রতি জনগণের আস্থার বিষয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ জামিল খান।