পুড়ে যাওয়া মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা ভরসা

By স্টার নিউজবাইটস

নারায়ণগঞ্জের হাসেম ফুড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫১ জন। স্বজনদের অনেকেই প্রিয়জনের চেহারা শেষবারের মতো দেখার সান্ত্বনাটুকুও পাচ্ছেন না । পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহগুলোর মধ্যে প্রিয়জনকে শনাক্ত করতে এখন ডিএনএ টেস্ট একমাত্র ভরসা।

দেখুন স্টার নিউজবাইটসে।