পোষ মানানোর নামে হাতি শাবকের ওপর নির্মম নির্যাতন!
প্রশিক্ষণের নামে হাতি শাবকের ওপর চলছে অমানবিক নির্যাতন। মাটিতে পুঁতে রাখা গাছের চারটি খণ্ডের সঙ্গে চার পা বাঁধা। গলায় এবং সারা শরীরে পেঁচানো রশি। আর এই অবস্থাতেই খেতে দেওয়া হয়েছে হাতি শাবকটিকে।
এই অস্বাভাবিক নির্মমতার চিত্র উঠে এসেছে সম্প্রতি দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনে।
আজকের স্টার নিউজ প্লাসে থাকছে হাতি শাবক পোষ মানানোর সময় চালানো অমানবিক নির্যাতনের কথা।