প্রতিবছর ভারতে পাচার হয় ৫০ হাজারেরও বেশি নারী!

By স্টার নিউজ প্লাস

দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার শরিফুল ইসলাম মিরপুরের কালশীর এক বস্তিতে নারী পাচারের ২টি ঘটনার ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছেন। এক মা স্বেচ্ছায় ভারতে পাচার হয়ে, সব ধরণের বিপদ মাথা পেতে নিজের মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আরেক মা এখনও অপেক্ষায় তার পাচার হয়ে যাওয়া মেয়েকে ফেরত পেতে।

কিন্তু, এই দুই ক্ষেত্রেই দেখা গেছে পাচারকারী চক্র একই, পাচারের শিকার একই বস্তির মেয়ে। আর ২ ক্ষেত্রেই পাচার হয়ে যাওয়া মেয়েকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন ভূমিকা দেখা যায়নি। ভুক্তভোগী মা ও তাদের পাচার হয়ে যাওয়া মেয়েদের গল্প শুনুন স্টার নিউজপ্লাসে।