প্রবাসীদের পাসপোর্ট দুর্ভোগের শেষ কোথায়
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে অপেক্ষার যেন শেষ নেই। মেশিন রিডেবল পাসপোর্টের সার্ভার সঠিক সময়ে হালনাগাদ না করায় থমকে আছে পাসপোর্ট তৈরি এবং হালনাগাদের কাজ। গত ১ মাস ধরে একটিও পাসপোর্ট প্রিন্ট হয়নি।
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক পরিমল পালমা।