প্রস্তুতিতেই কেটেছে বই মেলার প্রথম সপ্তাহ

By স্টার বুকস

শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা ২০২২। গত বছর করোনা আতঙ্কের কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা অনুষ্ঠিত হয়নি। মার্চে শুরু হওয়া বইমেলায় মানুষের অংশগ্রহণও ছিল কম। আশা করা হচ্ছিল যে এবারের বইমেলা বেশ জমজমাট হবে।

কোভিড পরিস্থিতির মধ্যে এ বছর আশঙ্কা এবং মেলার দৈর্ঘ্য ও পরিধি নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে বইমেলা শুরু হয়েছে।

কেমন যাচ্ছে মেলার প্রথম সপ্তাহ? প্রকাশক ও মেলার সংগঠকদের প্রস্তুতি কেমন ছিল? জানতে দেখুন অমর একুশে গ্রন্থমেলা ২০২২ নিয়ে স্টার বুকসের এই আয়োজন।