প্লাস্টিক বর্জ্য রিসাইকেল হচ্ছে দেশের ৫ হাজার কারখানায়
গত ২ দশকে বাংলাদেশের শিল্প খাতের অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্লাস্টিক শিল্প। ঘরের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ঘর সাজানোর ফার্নিচার, এমনকি দামি পোশাকও তৈরি হচ্ছে প্লাস্টিক থেকে।
বিশ্ববাজারে প্লাস্টিকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জ। মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বা অব্যবহৃত প্লাস্টিক সামগ্রী শত বছরেরও বেশি সময় ধরে অপচনশীল ভাবেই টিকে থাকে।
প্লাস্টিক রিসাইকেলের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জকে শক্তি ও সম্পদে পরিণত করার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা, কুমিল্লা, রাজশাহী ও বগুড়াসহ দেশের বিভিন্ন শহরে ছোট-বড় মিলিয়ে মোট ৫ হাজার কারখানা গড়ে উঠেছে। আর এ শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ১২ লাখ মানুষ।
চট্টগ্রামে প্রায় ২১টি প্লাস্টিক রিসাইকেলিং কারখানায় প্রতি মাসে ৪ হাজার টনের ওপর প্লাস্টিক রিসাইকেল করা হচ্ছে। চায়না, বেলজিয়াম, ভিয়েতনাম, ভারতসহ কয়েকটি দেশে রপ্তানি করা হয় এই প্লাস্টিক ফ্লেক্স। সম্ভাবনাময় এই শিল্পটি শুধু দেশের প্লাস্টিক বর্জ্যই হ্রাস করছে না, সেইসঙ্গে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে সম্ভাবনাময় এই শিল্পের গল্প।