ফেরি সংকটে ২২ দিন ধরে দুর্ভোগে মানুষ
ফেরি সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌ চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ঘাট এলাকায় দীর্ঘসময় আটকা পড়ে থাকছে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। গত ২২ দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এই পথে যাতায়াতকারীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের বর্তমান অবস্থা জানতে ঘাট এলাকায় গিয়েছিলেন দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর শাহ। সেখান থেকে জানাচ্ছেন তার অভিজ্ঞতা।