ফেসবুকভিত্তিক ব্যবসাতেও প্রতারণার ফাঁদ?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

মহামারিতে অনেকেই ফেসবুকভিত্তিক কেনাকাটায় ঝুঁকেছিলেন। এই সুযোগে কিছু প্রতারক পণ্য সরবরাহ করার আগেই টাকা নিয়ে লোক ঠকিয়েছেন। মানহীন পণ্য সরবরাহেরও অভিযোগ আছে বহু পেজের বিরুদ্ধে। এতে ফেসবুকে কেনাকাটায় মানুষের আস্থা কমেছে।

কেন ফেসবুকভিত্তিক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে? অনলাইন ব্যবসার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করে কি এই সমস্যার সমাধান সম্ভব?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এসব বিষয় নিয়ে খন্দকার মো. শোয়েবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক সুকান্ত হালদার।