বইপ্রেমীদের আড্ডায় জমে উঠেছে মেলার দ্বিতীয় সপ্তাহ
একুশের বইমেলা বাঙালি এবং বাংলার ঐতিহ্য। বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিকে অম্লান রাখতে স্বাধীনতার পর থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। ১৯৮৩ সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মেলা ক্রমেই হয়ে উঠেছে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
অমর একুশে গ্রন্থমেলা নিয়ে দ্য ডেইলি স্টার'র চার পর্বের বিশেষ আয়োজনের মধ্যে আজ থাকছে বর্তমান সময়ে প্রকাশিত বইয়ের মান নিয়ে আলোচনা এবং এ সময়ের জনপ্রিয় কয়েকজন লেখকের কথা।