বগুড়ার কাঁচের শিশি তৈরি শিল্প বিলুপ্তির পথে
মাত্র তিন চার বছর আগেও বগুড়ার আদমদীঘি উপজেলার শিহরী এবং ডুমরি গ্রামের প্রায় ৪০০ বাড়ি মুখরিত থাকত হাঁপরের গরম বাতাস এবং হাজারো মানুষের কাচের শিশি তৈরির কর্মচাঞ্চল্যে।
কিন্তু, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সরকারি-বেসরকারি কোনো কারিগরি সাহায্য না পাওয়া এবং বাজারে প্লাস্টিক পণ্যের সহজলভ্যতার কারণে বিলুপ্ত হতে বসেছে শিল্পটি। মালিকরা অনেকে পুঁজি হারিয়ে পথে বসেছেন। অর্থাভাবে পেশা বদলাতে বাধ্য হয়েছেন অনেক শ্রমিক।
গ্রাম-বাংলার বিলুপ্তপ্রায় এই সম্মিলিত শিল্পের গল্প নিয়ে দ্য ডেইলি স্টারের আয়োজন ইনসাইড বাংলাদেশ।