বগুড়ায় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিলের মধ্যে!
আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে সারাদেশে ভূমিহীন পরিবারের জন্য বাসস্থানের ব্যবস্থা করছে সরকার। কিন্তু, এই প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুরের ঘরগুলো তৈরি করা হয়েছে নিচু জমিতে, সাধারণ মানুষ যাকে বিল হিসেবে চেনে। দু’একদিন টানা বৃষ্টি হলেই ডুবে যায় এখানকার রাস্তা, রান্না ঘর, টিউবওয়েল। এমনকি অনেক সময় ঘরেও ঢুকে যায় পানি।
বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্টার নিউজ+ এ দেখুন প্রতিবেদক প্রকৃতপক্ষে কী দেখেছিলেন।