বনের ক্ষতি করে শত কোটি টাকার সাফারি পার্ক কেন?
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে এক মাসে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ১১টি জেব্রার মৃত্যু হয়েছে। এছাড়া ১টি বাঘ ও ১টি সিংহীও মারা গেছে। অঞ্চল বিবেচনায় এটি এশিয়ার অন্যতম বৃহত্তম সাফারি পার্ক। কিন্তু চরম অব্যবস্থাপনার মধ্যে অদক্ষ ও অপর্যাপ্ত জনবল দিয়ে চলছে পার্কটি। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন এলাকা থেকে প্রাণীগুলোকে এখানে নিয়ে এসে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে।
সাফারি পার্ক তৈরির জন্য বাংলাদেশের কি আদৌ কোনো প্রস্তুতি ছিল? স্থানীয় বনাঞ্চল ধ্বংস করে, শত কোটি টাকা খরচ করে, বিদেশি প্রাণীগুলোর ওপর এই নিষ্ঠুরতার অর্থ কী?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সাফারি পার্কের যৌক্তিকতা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।