বন্যায় ডুবে গেছে গ্রাম, সন্তানকে খাটের সঙ্গে বেঁধে রেখেছেন বাবা-মা
গাইবান্ধার বিশেষ চাহিদা সম্পন্ন ১৬ বছর বয়সী কিশোর মারুফ মিয়া বুঝতে পারে না কোথায় যাচ্ছে, কী করছে, কী মুখে দিচ্ছে। আর এদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে গত কয়েক সপ্তাহ ধরে পুরো গ্রাম ডুবে আছে পানিতে। দারিদ্র্যে জর্জরিত এই পরিবারের সক্ষমতা নেই নিরাপদ কোথাও চলে যাওয়ার।
তাই বেঁচে থাকার তাগিদে নিজের সন্তানকে খাটের সঙ্গে বেঁধে রাখছেন বাবা-মা।
বিস্তারিত দেখুন স্টার নিউজবাইটসে।