বর্জ্যে ডুবে আছে ঢাকার শ্যামপুর শিল্প এলাকা
এটা বৃষ্টি বা বানের পানি নয়, ঢাকার শ্যামপুর শিল্প এলাকার রাস্তাগুলো ডুবে আছে কারখানার বর্জ্যের পানিতে। আবার রাস্তার পাশে জমে থাকা আবর্জনা বর্জ্যের পানিতে মিশে ছড়িয়ে পড়ছে রাস্তায়। গত এক সপ্তাহ ধরে এমন অবস্থায় চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বসবাস করছে স্থানীয় বাসিন্দারা।
ঢাকার পোস্তাগোলা-শ্যামপুর শিল্প এলাকায় বর্জ্যের পানিতে মানুষের দুঃসহ জীবন নিয়ে আজকের নিউজ+।