বাঁধের উপর আশ্রয় নিয়েছে ৯২ পরিবার

By স্টার অন দ্য স্পট

জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া গ্রাম দেখে প্রথমেই নদী বলে ভুল হয়। এভাবে প্রতিদিন জোয়ারে ২ বার নোনা পানিতে ডুবছে খুলনার কয়রা উপজেলার গাতির ঘেরি গ্রাম। বাধ্য হয়ে গ্রামের ৯২টি পরিবার আশ্রয় নিয়েছে বাঁধের উপর। সেখানেই পলিথিন আর গোলপাতা দিয়ে তৈরি ছাপরা ঘরে অমানবিক জীবনযাপন করছেন তারা।

গত ৬ মাসে এই পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসেনি সরকারি বা বেসরকারি কোনো সংস্থা।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চলতি বছরের মে মাসে খুলনার কয়রা উপজেলার ৫০টির বেশি গ্রাম পানিতে তলিয়ে যায়। ৬ মাস পেরিয়ে গেলেও এই বাঁধটি এখনো মেরামত করা হয়নি।

সাধারণ মানুষের দুর্ভোগ এবং বাঁধের উপর বসবাসরতদের অদম্য জীবন নিয়ে আজকের স্টার অন দ্য স্পট।