বাংলাদেশে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি কেন দাঁড়াতে পারছে না
একদিকে বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব হবার কথা ভাবছে, অন্যদিকে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক বাজার দূরে থাক, এমনকি দেশীয় বাজারেও হিমশিম খাচ্ছে। শেষ ২০ বছরে আকাশপথে যাত্রী যাতায়াত বেড়েছে সাড়ে ৪ গুণ।
অথচ সরকারি পৃষ্ঠপোষকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডুবে আছে হাজার কোটি টাকার ঋণে - আর বেসরকারি এভিয়েশন কোম্পানিগুলোর ১০টির মধ্যে ৮টিই ব্যবসা গুটিয়ে নিয়েছে এবং বাকি ২টিও এখন অস্তিত্ব সংকটে।
কেন বাংলাদেশের প্রাইভেট এভিয়েশন সেক্টর উঠে দাঁড়াতে পারছেনা? বিশেষজ্ঞরা কী বলছেন?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের বেসরকারি এভিয়েশন কোম্পানিগুলোর দুর্দশা নিয়ে আহসান হাবীবের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।