বাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্যের ভবিষ্যৎ কী?

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত অর্থবছরে দুদেশের মধ্যে যা বাণিজ্য হয়েছে, তাতে রপ্তানির তুলনায় বেশি পণ্য আমদানি করেছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বাংলাদেশ থেকে প্রচুর পণ্য রপ্তানির সম্ভাবনাও আছে। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর কোন পথে যাবে বাংলাদেশ-আফগানিস্তান বাণিজ্য সম্পর্ক?

নতুন বাস্তবতায় আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কেমন হতে পারে তার বিশ্লেষণ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। আজ স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।