বাংলাদেশ কি পারবে ভবিষ্যতে প্রাণীবাহিত রোগ ঠেকাতে?

By স্টার কানেক্টস

জুনোটিক রোগ হলো এমন ধরনের সংক্রামক রোগ- যা মূলত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। এই রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী ও ছত্রাকের মতো ক্ষতিকারক জীবাণুর মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে।

বিশ্বব্যাপী জনসংখ্যার বিস্ফোরণ, ব্যাপক নগরায়ন, বনভূমি উজাড়, জলবায়ু পরিবর্তন ও প্রাণীর সঙ্গে মানুষের বিপজ্জনক প্রত্যক্ষ সংস্পর্শ- এ সবকিছুই এই জীবাণুগুলোকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। এর সর্বশেষ উদাহরণ হলো কোভিড-১৯ মহামারি।

প্রাণীবাহিত রোগে ভবিষ্যৎ মহামারি রোধে নজরদারি নিয়ে কথা বলতে আজকে স্টার কানেক্টসে যুক্ত হয়েছেন জাতিসংঘের চার সংস্থার উদ্যোগে নবগঠিত ২৬ সদস্যের One Health High Level Expert Panel এর সদস্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ।