দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয় কি বড় কিছুর আভাস?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

চলতি বছরের শুরুটা বাংলাদেশ ক্রিকেটের জন্য  ছিলো স্বপ্নের মতো।  নিউজিল্যান্ডের মাটিতে মুমিনুল হকরা প্রথম টেস্ট জেতার পর তামিম ইকবালের দল এবার গড়লো নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো কোন ম্যাচ জিতল তো বটেই, ইতিহাস গড়ে জিতল ওয়ানডে সিরিজও।

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশ দেখাল দাপট।  প্রোটিয়াদের উড়িয়ে দিয়েই ২-১ ব্যবধানে নিশ্চিত করল সিরিজ। 

দেশের বাইরে বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জয় কতোটা গুরুত্ব বহন করে? চার সিনিয়রের পাশাপাশি লিটন দাস, ইয়াসির আলি, শরিফুল ইসলামদের পারফরম্যান্স কি নতুন সূচনার আভাস দিচ্ছে?

এই বিষয়গুলো নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমের আজকের আলোচনায় সিনিয়র স্পোর্টস রিপোর্টার মাজহার উদ্দিনের সঙ্গে যোগ দিয়েছেন দ্য ডেইলি স্টারের কন্টেন্ট এডিটর ও সাবেক স্পোর্টস এডিটর মোহাম্মাদ আল আমিন।