বাকস্বাধীনতা হরণকারী নতুন বিধিমালার খসড়া তৈরি করেছে বিটিআরসি!

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

৪৫টি আন্তর্জাতিক এবং বেশ কয়েকটি জাতীয় সংগঠন বিটিআরসির নতুন খসড়া বিধিমালা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তাদের মতে, এই বিধিমালা প্রণয়ন করা হলে নাগরিকদের ব্যক্তি ও বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। নিপীড়নের শিকার হতে পারেন সাংবাদিক, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অধিকারী ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী।

কী আছে এই বিধিমালার খসড়ায়? আন্তর্জাতিক মানদণ্ডে এই বিধিমালা কতটা যুক্তিযুক্ত? এই বিধিমালা কি নাগরিক নিপীড়নে ব্যবহার করা হতে পারে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিটিআরসির নতুন খসড়া বিধিমালা এবং এর ব্যবহার-অপব্যবহার নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।