বাঘ জরিপে ব্যয় হবে ৩৫ কোটি ৯৩ লাখ টাকা!
সুন্দরবনের বাঘ কী শিকার করে, কী ধরণের পরিবেশে তাদের চলাফেরা তা জানতে ৩ বছর ধরে জরিপ চালানোর পরিকল্পনা করেছে সরকার। প্রায় ৩৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ের এই জরিপ চলবে এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত।
কীভাবে করা হবে এই জরিপ? সুন্দরবনের বাঘ সংরক্ষণে জরিপটি কী ভূমিকা রাখবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সুন্দরবনের বাঘের খাদ্য ও বাসস্থান নিয়ে জরিপ নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।