বিএনপি ছাড়া নির্বাচন কমিশন গঠনের সংলাপ কতটা গ্রহণযোগ্য?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া রাষ্ট্রপতির এই সংলাপে এখন পর্যন্ত ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন কমিশন গঠনে এই সংলাপের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিপিবি এবং বাসদও এই সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।

বিএনপি কেন সংলাপে যাচ্ছে না? বিএনপি, বাসদ, সিপিবি সংলাপে অংশ না নিলে সংলাপের গ্রহণযোগ্যতা কতটা থাকে? নির্বাচন এবং নির্বাচন কমিশন বিষয়ে বিএনপির পরিকল্পনা কী?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে রাষ্ট্রপতির ইসি গঠন সংলাপে বিএনপির অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।