বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অর্ধেকের বেশি ঘটিয়েছে পুলিশ!
বাংলাদেশ পুলিশ বাহিনী গত ৩ বছরে র্যাবের চেয়ে প্রায় দেড়গুণ বেশি বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল। সম্প্রতি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০১৯ থেকে ২০২১-এই ৩ বছরে সারাদেশে মোট ৫৬২ জনের তথ্য পাওয়া গেছে। যারা বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে বিচার বহির্ভুতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ছাড়া তাদের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে পুলিশের নাম।
পুলিশ কেন বিচারবহির্ভুত হত্যার সঙ্গে জড়িয়ে পড়ছে? আন্তর্জাতিক চাপ ছাড়া কি এ অবস্থার সমাধানে কার্যকর কিছু করা হবে না?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পুলিশের বিচারবহির্ভুত হত্যা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জায়মা ইসলাম।