বিদেশে বিনিয়োগের নতুন দিগন্ত, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

By স্টার কানেক্টস

বাংলাদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। বিদেশের মাটিতে বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে শুরু করেছে দেশীয় কোম্পানিগুলো। ইতোমধ্যে দেশের উদ্যোক্তারা বিদেশে গড়ে তুলছেন বেশ কিছু কোম্পানি। নতুন করে কোম্পানি খোলার অনুমতি পেতে যাচ্ছে আরও ৬ প্রতিষ্ঠান।

বিদেশে বিনিয়োগ করতে বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে দেশীয় উদ্যোক্তাদের অনুমোদন দিয়েছে। যার মাধ্যমে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিনিয়োগ হিসেবে সহযোগী প্রতিষ্ঠান তৈরি কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠানের শেয়ার কিনে ব্যবসা বাড়িয়ে যাচ্ছেন।

বিদেশে বিনিয়োগের নতুন দিগন্ত নিয়ে কথা বলতে স্টার কানেক্টস-এ যুক্ত হয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক শীর্ষ অর্থনীতিবিদ জাহিদ হোসেন।