বিদেশে বিনিয়োগের নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশিদের

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

বিদেশে বিনিয়োগে বাংলাদেশি কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘদিন পর ২০১৪ সালে দেশের কোনো প্রতিষ্ঠানকে প্রথম এই অনুমতি দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত মাত্র ১৬টি কোম্পানি শর্তসাপেক্ষে বিদেশে বিনিয়োগের অনুমতি পেয়েছে।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাংক একটি গাইডলাইন প্রকাশ করে, যা মেনে যেকোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এখন বিদেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। কী কী উপায়ে বিদেশে বিনিয়োগ করা যাবে, কী আছে এই গাইডলাইনে, এবং এটি বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য কতটা সহায়ক?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম-এ বিদেশে বিনিয়োগের এই গাইডলাইনের আদ্যোপান্ত নিয়ে রেফায়েত উল্লাহ মীরধার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার এ কে এম জামীর উদ্দীন।