বিদ্যা বালানের ‘জলসা’ জমে ওঠে এক দুর্ঘটনাকে কেন্দ্র করে

By স্টার মুভি রিভিউ

সুরেশ ত্রিবেণী পরিচালিত হিন্দি চলচ্চিত্র 'জলসা' মুক্তি পেয়েছে গত মার্চে। এ ছবির মূল ২টি চরিত্র মায়া মেনন ও রোখসানা।

এই চরিত্রগুলোয় অভিনয় করেছেন যথাক্রমে বিদ্যা বালান ও শেফালি শাহ।

একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে জমে ওঠে এ ছবির কাহিনী।

কেন দেখবেন 'জলসা'? তা জানতে দেখুন স্টার মুভি রিভিউ-এ সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।