বিদ্যুতের খুঁটি না সরিয়েই কচ্ছপ গতিতে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ
তের মাসের প্রকল্পের নয় মাস কেটে গেলেও খুলনা বাসস্ট্যান্ডের মুড়লি মোড়ে রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। রাস্তার মাঝের বিদ্যুতের খুঁটি না সরিয়েই চলছে ধীরগতির নির্মাণ কাজ। ফলে দীর্ঘ যানজটের ভোগান্তি এখানে প্রতিদিনের বিষয়।
বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করে কাজ চলার কারণে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
দেখুন স্টার নিউজবাইটসে।