বিদ্রোহ দমনের নামে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

By স্টার নিউজবাইটস

১৯৭৭ সালের ২ অক্টোবর। সেনা ও বিমান বাহিনীর বহুসংখ্যক সদস্য চাকরিচ্যুত হন। তাদের স্বজনরা উপস্থিত হয়েছিলেন পুরনো কেন্দ্রীয় কারাগারের মূলফটকের সামনে। সেখানে মানববন্ধন কর্মসূচি থেকে জানান, তৎকালীন সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ দমনের নামে চাকরিচ্যুত করার পাশাপাশি ফাঁসি ও কারাদণ্ড দিয়েছিলেন।

পুরনো স্মৃতি তুলে ধরে তারা ওই ঘটনার বিচার দাবি করেন।

দেখুন স্টার নিউজবাইটসে।