বিনোদনের সবরকম ব্যবস্থাসহ কুকুর-বিড়ালের হোটেল!

By ইনসাইড বাংলাদেশ

মানুষের থাকার জন্য আবাসিক হোটেলের কথা তো শুনেছেন, কিন্তু কখনও কি শুনেছেন কুকুর-বিড়ালের হোটেলের কথা?

বাংলাদেশে পোষা প্রাণীর সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়িতে যারা কুকুর বা বিড়াল পোষেন তাদের কথা মাথায় রেখে রাজধানীর মিরপুরে পোষা প্রাণীর জন্য আবাসিক হোটেল খুলেছেন নুজহাত নাবিলা, খালিদ ফারহান এবং প ফাউন্ডেশনের ফাউন্ডার রাকিবুল হক এমিল, তারা এই আবাসিক হোটেলটির নাম দিয়েছে 'ফারিঘর'।

কর্মজীবী মানুষ অফিসে কিংবা লম্বা সময়ের জন্য কোথাও বেড়াতে গেলে তাদের পোষা প্রাণী রেখে যেতে পারবেন ফারিঘরে।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে পোষা প্রাণীর জন্য আবাসিক হোটেল 'ফারিঘর' এর গল্প।