বিরোধী দল নেই, তবু কেন ইউপি নির্বাচনে সংঘাত-মৃত্যু?

দ্বিতীয় ধাপে দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শেষ হলো। এবারও বিশৃঙ্খলা, সংঘর্ষ, মৃত্যুর মধ্য দিয়ে নির্বাচন পার করল দেশ। নির্বাচন পূর্ববর্তী সংঘর্ষে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মারা গেছে অন্তত ৪০ জন। আর নভেম্বরের এই কয়দিনে এবং আজ নির্বাচনের দিন পর্যন্ত মারা গেছেন অন্তত আরও ৬ জন।

মাঠ পর্যায়ে নির্বাচনের পরিস্থিতি আসলে কেমন ছিল? বড় কোনো বিরোধী দল না থাকার পরও কেন এত সংঘর্ষ হচ্ছে? জনগণ কি তাদের ভোটাধিকার ঠিকভাবে চর্চা করতে পেরেছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা নিয়ে  মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পার্থ প্রতীম ভট্টাচার্য্য।