বিষাক্ত বাতাসের শহর হিসেবে শীর্ষে ঢাকা

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

দুষিত বায়ুর শহরের তালিকায় গতকাল প্রথম ও আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বিষাক্ত বাতাসের এই তালিকায় অনেক বছর ধরেই ঢাকা প্রথম দিকে থাকছে।

দূষিত বায়ুর রাজধানী ঢাকা ছেয়ে আছে ধুলোর কুয়াশায়, গাছ-পাতার রং এখানে বিবর্ণ, নগরবাসীর চুল ও চেহারায় পর্যন্ত জমে থাকে ধুলোর আস্তর। বিষাক্ত বাতাসের এই শহরে নিঃশ্বাস নেয়াও দায় ।

ঢাকার বায়ু এতটা দুষিত কীভাবে হলো? মানব শরীর এবং প্রাণ-প্রকৃতিতে এর ক্ষতিকর প্রভাবগুলো কী? বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কিছুই কি করা হচ্ছেনা? কেমন হতে যাচ্ছে সামনের দিনগুলো? 

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ঢাকার বায়ু দূষণ নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।