বিসিবি কি পারবে জেমি সিডন্সকে যথাযথভাবে কাজে লাগাতে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

জেমি সিডন্স, একসময় বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ, দীর্ঘ ১ দশক পর ফিরে আসলেন ব্যাটিং পরামর্শক হিসেবে। সাম্প্রতিক সময়ে সব ফরমেটে বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিডন্স কে দিয়ে বাংলাদেশের ব্যাটিং এর টেকনিকাল ইস্যুগুলো নিয়েই কাজ করা কি একমাত্র সমাধান? বিসিবি কি পারবে সিডন্সের জন্য প্রোপার কোচিং এনভাইরনমেন্ট তৈরি করে দিতে?

বিসিবি জেমি সিডন্সকে যথাযথভাবে কাজে লাগেতে পারবে কিনা তা নিয়ে কথা বলতে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম এ আশফাক উল মুশফিকের সঙ্গে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মাজহার উদ্দিন ।