বুড়িগঙ্গা রক্ষায় নদী রক্ষা কমিশন কি ব্যর্থ?
নদী রক্ষায় সম্ভবত সবচেয়ে বেশিবার অভিযান চালানো হয়েছে বুড়িগঙ্গায়। কিন্তু নদীটির প্রায় ১০০ একর জায়গা ভরাট হয়ে আছে, যার বেশকিছু অংশ এখনও দখলদারদের হাতে। নদীর জায়গায় কেউ বানিয়েছে কারখানা, কেউ বাড়িঘর, আবার মসজিদ বানিয়েও চলছে দখলদারিত্ব।
বুড়িগঙ্গা দখলমুক্ত করতে বাধা কোথায়? নদী রক্ষা কমিশন কি নদী রক্ষায় বরাবরের মতোই ব্যর্থ?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বুড়িগঙ্গা নদী দখল নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছে দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।