বেহাল দশায় চবির শাটল ট্রেন, দুর্ভোগে শিক্ষার্থী
অগ্রহায়ণ মাসের শেষ দিকের শীতের আমেজের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে যেন গ্রীষ্মকাল বিরাজ করছে! শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতের শাটল ট্রেনে একটি মালবাহীসহ মোট বগি ৮টি। কিন্তু, শহর থেকে প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০ হাজার শিক্ষার্থী যাতায়াত করে ক্যাম্পাসে। বগিগুলোর করুণ দশা দেখে বোঝার উপায় নেই এটি বিশ্ববিদ্যালয়ের শাটল।
দেখুন স্টার নিউজবাইটসে।