ব্যস্ততা নেই রাজধানীর লঞ্চঘাট, বাস টার্মিনাল আর রেলস্টেশনে

By স্টার নিউজবাইটস

যেখানে দিন রাত থাকত হাজারো মানুষের কোলাহল সেখানে এখন নীরবতা। লকডাউনে বন্ধ রয়েছে রাজধানীর লঞ্চঘাট, বাস টার্মিনাল আর রেলস্টেশনের সব কার্যক্রম। তাই সেখানে নেই যাত্রী, নেই কর্মীদের হাঁকডাক।

 দেখুন স্টার নিউজবাইটসে।