ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব আদায়ে রেকর্ড
রেল স্টেশনে সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলেও বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোন ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে গত দুই অর্থবছরে বিপুল রাজস্ব আয় করে তাক লাগিয়ে দিয়েছে। রেলের পশ্চিম জোনের অফিসিয়াল হিসাব অনুযায়ী গত দুই বছরে এই জোনের পাকশি বিভাগে পণ্যবাহী ট্রেনের আয় হয়েছে প্রায় ২৮৫ কোটি টাকা। এর মধ্যে ২৪৭ কোটি টাকাই এসেছে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে।
দ্য ডেইলি স্টারে বাংলাদেশে রেলওয়ের রেকর্ড আয় নিয়ে ছাপা হয়েছে প্রতিবেদন। আজ স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।