ভারতের সঙ্গে বিমান চলাচলে অনিশ্চয়তা, দুর্ভোগে যাত্রীরা
ভারত থেকে অনুমোদন আসতে দেরি হওয়ায় এখনই শুরু হচ্ছে না দেশটির সঙ্গে উড়োজাহাজ চলাচল। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের হাজারো যাত্রী–যাদের অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার অপেক্ষায় আছেন।
২০ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু হবে—পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানালেও এখনও কেন তা কার্যকর হয়নি? এয়ার বাবলের আওতায় কবে চালু হবে বিমান চলাচল? আর যারা ২০ তারিখ এবং পরবর্তী দিনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের কী হবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশ-ভারত বিমান চলাচলে অনিশ্চয়তা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছে দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাশিদুল হাসান।