ভয়াবহ কোভিড-১৯: তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ কী?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

 

তৈরি পোশাকশিল্প বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ ভাগের জোগান দেয়। এ শিল্পে কর্মসংস্থান হয় দেশের ৪০ লাখের বেশি মানুষের। কিন্তু, করোনাভাইরাসের প্রকোপের কারণে ২০১৯-২০ অর্থবছরে তৈরি পোশাকশিল্পের রপ্তানি শতকরা প্রায় ১৮ দশমিক ২১ ভাগ কমে যায়। এতকিছুর পরও আবার এ শিল্প উঠে দাঁড়াচ্ছে।

কিন্তু, দেশে কোভিড-১৯ নতুন করে আবার ভয়াবহ রূপ নিয়েছে। ঈদের শিথিলতার পর আবারও কঠোর হচ্ছে চলাচল ও স্বাস্থ্যবিষয়ক বিধি-নিষেধ। এ পরিস্থিতিতে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ কী? বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে কী পরিকল্পনা করছে বাংলাদেশের রপ্তানিকারকরা?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এসব বিষয় নিয়ে আলোচনা করতে দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ্‌ মীরধা।