‘মনপুরা’, ‘স্বপ্নজাল’কে কি ছুঁতে পেরেছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’?
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ও চরকি প্রযোজিত 'গুণিন' মুক্তি পেয়েছে গত ১১ মার্চ। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প 'গুণিন' অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি।
গ্রামের ওঝা রজব আলী গুণিনকে নিয়ে সিনেমার কাহিনি। আধ্যাত্মিক ক্ষমতার কারণে তিনি সেই গ্রামে বেশ প্রভাবশালী। তার আকস্মিক মৃত্যুতে ৩ নাতির মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে 'গুণিন'।
সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম এবং মুখ্য ২ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি।
এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু ও ঝুনা চৌধুরীসহ অনেকেই।
সিনেমায় তাদের অভিনয় কেমন ছিল? ক্যামেরার কাজ কেমন? চিত্রনাট্য, সংলাপ কি যথাযথ ছিল? দর্শক কি একটি পুর্ণাঙ্গ সিনেমা দেখতে পাবেন?
স্টার মুভি রিভিউ-এ এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সৈয়দ নাজমুস সাকিব।