মন্ত্রী-মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী বক্তব্য, জনগণ আস্থা রাখবে কার উপর

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

আগামী ১১ আগস্ট থেকে দেশে কী হতে যাচ্ছে, টিকা না নিয়ে ঘর থেকে বের হওয়া যাবে কিনা—মাত্র একদিনের ব্যবধানে সরকারের একজন মন্ত্রী এবং মন্ত্রণালয় থেকে এ নিয়ে সম্পূর্ণ বিপরীত ঘোষণা এলো।

একদিকে লাগামহীন সংক্রমণ, অন্যদিকে দরিদ্রদের চরম অর্থনৈতিক সংকট। এর মধ্যে যেখানে সমন্বিত এবং দ্রুত ব্যবস্থার বিকল্প নেই সেখানে বারবার সরকারের বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন কথা এবং সিদ্ধান্ত আসছে। জনগণ তাহলে কার উপর আস্থা রাখবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে করোনা মোকাবিলায় সরকারি সিদ্ধান্তের নানা অসঙ্গতি নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।