মন্দা কাটিয়ে উঠার আপ্রাণ চেষ্টায় মনিপুরীর তাঁত শিল্প

By স্টার নিউজ+

ব্যস্ত সময় অতিবাহিত করছে মনিপুরী তাঁত শিল্পীরা। করোনা মহামারির মন্দাভাব কাটাতে রাত-দিন কাজ চলছে মৌলভীবাজার জেলার তাঁতগুলোতে।

আসন্ন শীতে পর্যটকদের চাহিদা মেটাতে পারলে ব্যবসার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন তারা।

তবে কিছু প্রতিবন্ধকতা থেকেই যাচ্ছে। যেমন—ভালোমানের সূতার অভাবে অনেক তাঁতিই বুনতে পারছেন না মনিপুরী শাড়িসহ অন্যান্য সামগ্রী।

মনিপুরী তাঁতিদের দুর্ভোগ এবং তাঁত শিল্প বাঁচিয়ে রাখার সংগ্রাম নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। আজকের নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।