মলনুপিরাভির: বাংলাদেশ থেকে কোভিড-১৯ চিকিৎসায় নতুন যুগের শুরু?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

কোভিড-১৯ এর চিকিৎসায় মলনুপিরাভির বিশ্বের প্রথম ওষুধ, যা নিতে ডাক্তার বা নার্সের সহায়তার প্রয়োজন পড়বে না। ডাক্তারের পরামর্শ নিয়ে যেকোনো সাধারণ ট্যাবলেটের মতো বাসায় বসেই ওষুধটি খাওয়া যাবে। আর এতে কোভিড-১৯ রোগীর গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি নেমে যায় অর্ধেকে। এই ওষুধ উৎপাদনে বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে আছে বাংলাদেশ।

করোনাভাইরাসের বিরুদ্ধে কীভাবে কাজ করে মলনুপিরাভির? এর দাম কি সাধারণ মানুষের হাতের নাগালে থাকবে? এই ওষুধ রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিশ্বের প্রথম কোভিড-১৯ এর খাবার ওষুধ নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহম্মেদ সুজন।