মহামারিতে কমবে কর্মসংস্থান, বাড়বে দারিদ্র্য

By স্টার নিউজ +

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সাল পর্যন্ত শ্রম বাজারে করোনার প্রভাব থাকবে। এতে কাজ হারাবেন বহু মানুষ। কমবে কর্মসংস্থান, বাড়বে দারিদ্র্য।

কাছাকাছি সময়ে প্রকাশিত বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক গবেষণায় দেখা গেছে, শুধু ঢাকা শহরে করোনা মহামারিতে পরিবহন, দোকান-পাট এবং হোটেল-রেস্তোরাঁয় চাকরি হারিয়েছেন ৮৭ শতাংশ শ্রমিক। তাদের ৭ শতাংশ এখনো বেকার। এসব মানুষের আয় কমেছে গড়ে ৮ শতাংশ।

কোভিডের প্রভাবে কাজ হারানো মানুষদের নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সার-সংক্ষেপ।