মহামারি শুরুর পর প্রথম পাবলিক পরীক্ষায় বসল শিক্ষার্থীরা

করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৯ মাস পর সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ও পরীক্ষার্থীদের হাতে স্যানিটাইজার দিয়ে তাদের কেন্দ্রে প্রবেশ করানো হয়।