মহাসড়কে আজব এক যান: নেই কোনো কাগজপত্র-অনুমতি!
অপরিকল্পিতভাবে বানানো যানবাহন ব্যাপকভাবে রাস্তায় চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে খুব একটা দেখা যায় না। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এ ধরনের যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠতে পারে। বিঘ্নিত হবে সড়ক নিরাপত্তা।