মাছের সরবরাহ কম হওয়ায় উৎপাদন খরচ বাড়ছে, মিলছে না কাঙ্ক্ষিত দাম

By স্টার নিউজবাইটস

পর্যাপ্ত মাছের সরবরাহ না থাকায় চলনবিলে শুঁটকির উৎপাদন অন্যান্য বছরের তুলনায় এ বছর অর্ধেকে নেমে এসেছে। বাজারে মাছের আশানুরূপ দাম না পাওয়া এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে শুঁটকি ব্যবসায়ীরা এখন বিপাকে।

দেখুন স্টার নিউজবাইটসে